Text size A A A
Color C C C C
পাতা

কী সেবা কীভাবে পাবেন

সিটিজেন চার্টার হল জনগনের সেবা পাওয়ার অধিকারের লিখিত সনদ।  এর মাধ্যমে জনসাধারনের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটিয়ে বিদ্যমান সেবাসমূহের মান উন্নয়নে সযোগ সৃষ্টি হয় । সিটিজেন চার্টারের মাধ্যমে সেবাগ্রহনকারীদের যথাসময়ে সেবা প্রদান নিশ্চিত করা হয় । সেবা প্রদানকারীকর্তৃপক্ষেরে কর্মকান্ডের স্বচ্চতা জবাবদিহিতা ও প্রশাসনের গতিশীলতা বৃদ্ধিপায় । সিটিজেন চার্টারের মাধ্যমে সেবা গ্রহনকারী ও প্রদানকারীর মধ্যেপারষ্পরিত আস্থা বৃদ্ধি পায়।